প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
বিশেষায়িত স্বাস্থ্যসেবা পেল টাঙ্গাইলের প্রায় ২ হাজার দরিদ্র মানুষ

প্রায় দুই হাজার সুবিধা বঞ্চিত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সরবরাহ করেছে স্বেচ্ছাসেবী স্বাস্থ্যসেবা প্রদানকারী মরহুম ছমির উদ্দিন মিয়া কল্যাণ সংস্থা।
চিকিৎসাসেবা বঞ্চিত প্রত্যন্ত গ্রামের মানুষের জন্য ব্যতিক্রমধর্মী এ আয়োজনটি ৬ বছর ধরে করে আসছে এ সংস্থা। এরই ধারাবাহিকতায় ৬ তম বছরে এসে শুক্রবার (২ জানুয়ারি) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের বীর সলিল গ্রামে মরহুম ছমির উদ্দিন মিয়া কল্যাণ সংস্থার আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। মেডিকেল ক্যাম্পে ১৪ জন বিশেষজ্ঞ ডাক্তার, রোগীদের নানা পরীক্ষা নির্ণয় করে ফ্রি প্রেসক্রিপশন ও ফ্রি ঔষধপত্র প্রদান করেন।
চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, ডাক্তার বাড়ির ডাক্তারদের এই চিকিৎসা সেবা পেয়ে অনেক উপকৃত হলাম। প্রতিবছরই এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করে চিকিৎসাসেবা বঞ্চিত প্রত্যন্ত গ্রামের মানুষের তারা অনেক উপকার করে থাকে। এসময় উপস্থিত ছিলেন ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনাকারী মরহুম ছমির উদ্দিন মিয়া কল্যাণ সংস্থার পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশন এর প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, ছমির উদ্দিন মিয়া কল্যাণ সংস্থার পরিচালক ও সুনামগঞ্জ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ছমির উদ্দিন মিয়া কল্যাণ সংস্থার পরিচালক ও মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জোবায়দুর রহমান লিটন, ছমির উদ্দিন মিয়া কল্যাণ সংস্থার উপদেষ্টা সভাপতি এম এ সাত্তার প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, ডাক্তার বাড়ির ডাক্তারদের এই ফ্রি চিকিৎসা সেবা পেয়ে অনেক উপকৃত হলাম। প্রতিবছরই এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করে গ্রামবাসিসহ চিকিৎসাসেবা বঞ্চিত প্রত্যন্ত গ্রামের মানুষের তারা অনেক উপকার করে থাকে। আমরা এখানে ফ্রি চিকিৎসা ও ঔষুধ নিতে পেরে অনেক খুশি।
ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনকারী মরহুম ছমির উদ্দিন মিয়া কল্যাণ সংস্থার পরিচালক ডাঃ মোঃ জাহিদুল ইসলাম বলেন, গ্রামের চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারাকে আল্লাহ্র রহমত মনে করছি এবং নিজেদের গ্রামের মাটির টানে বার বার চলে আসি মানুষদের সেবার জন্য কিছু করার। তাই মানুষের কল্যাণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতিবছরই হবে ইনশাআল্লাহ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com